তারানার তদবিরেও ০১৩ পাচ্ছে না জিপি

তারানার তদবিরেও ০১৩ পাচ্ছে না জিপি

প্রায় এক বছর আগে গ্রামীণফোনের নামে নতুন নম্বর সিরিজ ’০১৩’ বরাদ্দের অনুমোদন দিয়েও শেষ পর্যন্ত তা আটকে দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।

এখন নানাভাবে তদবির করেও নতুন সিরিজ পাচ্ছে না গ্রাহক সংখ্যা দেশ সেরা অপারেটরটি। সর্বশেষ এ জন্য টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দিয়েও সুপারিশ করিয়েছে অপারেটরটি । তবে তাতেও কাজ হচ্ছে না।

সম্প্রতি অপারেটরটি নম্বর স্কিম ‘০১৩’ পেতে টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায় গ্রামীণফোন। এতে অপারেটরটিকে নতুন সিরিজের নম্বর দিতে প্রতিমন্ত্রী সুপারিশও করেন। নতুন সিরিজ বরাদ্দ না দিয়ে বরং বিকল্প উপায় বাতলে দিয়ে গ্রামীণফোনকে ০১৩ দেওয়া থেকে বিরত থাকছে বিটিআরসি।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল টানা ৫৪০ দিন কোনো নম্বর বন্ধ থাকলে তা নতুন করে বিক্রি করে দিতে পারতো অপারেটরটি। সময় কমিয়ে এখন তা ৪৮০ দিন করা হচ্ছে। এতে করে গ্রামীণফোন অনেক বন্ধ নম্বর নতুন করে বিক্রি করতে পারবে।

খবরটি নিশ্চিত করেছেন, বিটিআরসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। গত বছর ‘০১৩’ নম্বর স্কিম গ্রামীণফোনকে প্রাথমিকভাবে অনুমোদন দিলেও শেষ পর্যন্ত তা ‘চূড়ান্তভাবে’ বরাদ্দ দেয়নি বিটিআরসি। অডিট শেষ না হওয়াসহ আরও কিছু কারণ দেখিয়ে আগের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে সূত্র জানায়।

তারানা হালিম সুপারিশে লিখেছেন, নতুন নম্বর সিরিজ পাওয়ার বিষয়টি কোনো অবস্থায় অডিটের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না।

গত কয়েক বছরে ধরে তাদের জন্য বরাদ্দ করা ০১৭ সিরিজের ১০ কোটি নম্বরের কোটা শেষের পথে যুক্তি দেখিয়ে নতুন নম্বর সিরিজ চাইছে অপারেটরটি। প্রতিবারই বন্ধ সিম বিক্রির অনুমোদন দিয়ে কার্যক্রম চালিয়ে নিতে বলা হয়েছে।

এ দিকে রবি এখন দুটি নম্বর সিরিজ ০১৮ ও ০১৬ নিয়ে ব্যবসা করলেও গ্রামীণফোনকে সেই সুবিধা দিতে চায় না বিটিআরসি। আরেক অপারেটর বাংলালিংকও নতুন নম্বর স্কিম চেয়ে গত বছরের সেপ্টেম্বর চিঠি দিয়েছিল বিটিআরসিতে। ‘০১০’ নম্বর স্কিমের জন্য আবেদন করলেও এ বিষয়ে আর কোনও অগ্রগতি হয়নি।

বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে।



from ICT Shongbad http://ift.tt/2pCzPUA

Comments