সার্চ জায়ান্ট গুগল রাশিয়াতে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স এবং অন্যান্য অ্যাপ প্রি- ইন্সটল রাখার শর্তে রাজি হয়েছে।
রাশিয়ার সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স-এর অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের সেপ্টেম্বরে এফএএস (ফেদারেল অ্যান্টি মনোপলি সার্ভিস), মোবাইলের জন্য গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট অ্যাপ প্রি-ইনস্টলেশন করে নিয়ম লঙ্ঘন করেছে মর্মে রুল জারি করে।
নিষ্পত্তিতে গুগলকে ৭.৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। এবং গুগল জানিয়েছে তারা রাশিয়ার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতে ডিফল্ট সার্চ ইঞ্জিন এবং প্রি ইন্সটল অ্যাপ নিয়ন্ত্রণ করবে না। ২০১৫ সালের নভেম্বরে রাশিয়ার আদালতে মামলার রায়ে বলা হয়েছিল, ফোনে প্রি-ইনস্টলড অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে গুগল রাশিয়ান প্রতিযোগিতা আইন ভঙ্গ করছে। সে সময় এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, রাশিয়া যে প্রি-ইনস্টলড অ্যাপগুলোর ব্যাপারে অভিযোগ করেছিল, তার মধ্যে গুগল মালিকানাধীন ইউটিউব, গুগলের ফটোগ্রাফি ও ম্যাপসও রয়েছে।
গুগল এক বিবৃতিতে জানিয়েছে তারা রাশিয়ায় একটি সমঝোতা চুক্তি করতে পেরে আনন্দিত।
from ICT Shongbad http://ift.tt/2olX7e5
Comments
Post a Comment