মাইক্রোসফটের লক্ষ্য সারফেস ফোন?

মাইক্রোসফটের লক্ষ্য সারফেস ফোন?

মাইক্রোসফটের জনপ্রিয় হার্ডওয়্যার ব্র্যান্ড সারফেস। সম্প্রতি এ ব্র্যান্ডের একটি ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে কি একই ব্র্যান্ডের স্মার্টফোনও ছাড়তে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি?

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেল অবশ্য সারফেস ব্র্যান্ডের স্মার্টফোনের সম্ভাবনা উড়িয়ে দেননি। আপাতত উইন্ডোজ ১০ নির্ভর সারফেস ফোন নিয়ে মুখ বন্ধ রেখেছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নতুন লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন সত্য নাদেলা।

নাদেলা বলেছেন, ‘মাইক্রোসফট নতুন ধারণা নিয়ে কাজ করছে। আমি নিশ্চিত আমরা আরও ফোন তৈরি করব। তবে তা এখনকার দিনের ফোনগুলোর মতো হবে না।’

নাদেলা বলেন, ‘মাইক্রোসফটের কাছে হার্ডওয়্যার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সফটওয়্যার বেশি গুরুত্বপূর্ণ। তবে হার্ডওয়্যার তৈরি থেকে সরে যাচ্ছে না প্রতিষ্ঠানটি। সারফেস নিয়ে যা করা হয়েছে, সেটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আমাদের আগে কেউ টু-ইন-ওয়ান নিয়ে ভাবেনি। আমরা একটি নতুন ক্যাটাগরি ঠিক করেছি।’

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে গুগলের ‘ক্রোম ওএস’ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ ‘ক্রোমবুক’। ঠিক সেই জায়গাটা দখল করতেই নতুন সারফেস ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন। নামও রাখা হয়েছে ‘সারফেস ল্যাপটপ’। এর সঙ্গে উইন্ডোজ ১০-এর নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০ এস’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে গত মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে নতুন ল্যাপটপ ও অপারেটিং সিস্টেমের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

সারফেস ল্যাপটপের জন্য ফরমাশ নেওয়া শুরু করেছে মাইক্রোসফট। আগামী মাসের মাঝামাঝি সময়ে ল্যাপটপ সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে। সুলভ মূল্যে উইন্ডোজ ১০ এসের ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ার জন্য এসার, আসুস, ডেল, ফুজিৎসু, এইচপি, স্যামসাং এবং তোশিবার সঙ্গে চুক্তিতে যাবে মাইক্রোসফট। এদিক থেকে বিবেচনা করলে হার্ডওয়্যারে নতুন করে শক্তি যোগ করছে মাইক্রোসফট।

অবশ্য সারফেস ফোন নিয়ে কিছুদিন ধরে আলোচনা কমে এসেছিল। গত বছর সারফেস ফোন নিয়ে তুমুল আলোচনা থাকলেও মাইক্রোসফট নতুন ফোন নিয়ে আগ্রহ দেখায়নি। এ বছরের জানুয়ারি মাসে মাইক্রোসফটের পেটেন্ট ঘিরে গুঞ্জন উঠেছিল ভাঁজ করার সুবিধাযুক্ত ফোনের দিকে ঝুঁকছে মাইক্রোসফট।



from ICT Shongbad http://ift.tt/2pQvjSB

Comments