হত্যাকাণ্ডের লাইভ স্ট্রিমিং বন্ধে ৩০০০ কর্মী নিয়োগ দেবে ফেসবুক

হত্যাকাণ্ডের লাইভ স্ট্রিমিং বন্ধে ৩০০০ কর্মী নিয়োগ দেবে ফেসবুক

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য, শিশু নিপীড়ন এবং আত্মঘাতী বিষয়ের প্রচার ঠেকাতে নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

জাকারবার্গ বলেছেন, ফেসবুকে লাইভে ‘নিজেদের এবং অন্যকে আঘাত’ করার যেসব ঘটনা সাম্প্রতিক সময়ে লাইভে এসেছে তা খুবই মর্মান্তিক। এ ধরনের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের বৃদ্ধকে হত্যা করছে এক ব্যক্তি- এমন এক ফুটেজ ঘণ্টার পর ঘণ্টা ধরে অনলাইনে থাকে এবং ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

জাকারবার্গ আরও জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।



from ICT Shongbad http://ift.tt/2q1GCbm

Comments