তথ্যপ্রযুক্তি সংস্থা কানোতে কাজ পেল ৭ বছরের মেয়ে ক্লো

তথ্যপ্রযুক্তি সংস্থা কানোতে কাজ পেল ৭ বছরের মেয়ে ক্লো

মনে পড়ে সাত বছরের ক্লো ব্রিজওয়াটারের কথা। ব্রিটেনের হিয়ারফোর্ডের বাসিন্দা, তার মারাত্মক আগ্রহ রয়েছে ট্যাবলেট আর রোবটের প্রতি।

আর সেই আগ্রহ থেকেই বিষয়টা আরও ভাল করে বুঝতে, আরও গভীরে যেতে গুগলে একটা চাকরির খুব দরকার ছিল ক্লো-র। সেই জন্যে এবছরের শুরুতে গুগলে একটা চাকরির আবেদন করেও ফেলে সে, একেবারে সিইও সুন্দর পিচাইয়ের কাছে।
 
সুখবর, সে তার জীবনের প্রথম চাকরি পেয়েও গেল তার পাঁচ বছরের বোন হোলির সঙ্গে। তবে গুগলে নয়, তথ্যপ্রযুক্তি সংস্থা কানোতে।
 
কানো মূলত ডিআইওয়াই কম্পিউটার কিটস তৈরি করে শিশুদের জন্যে। ক্লো ও তার বোনের কাজই হল ওই সমস্ত নতুন পণ্যগুলো পরীক্ষা করে দেখে তাদের মান সম্পর্কে বলা। তাদের দেওয়া রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী সময় সেই সমস্ত জিনিষ বাজারে আনবে কানো।
 
এমনকি প্রতি তিন মাস অন্তর সংস্থার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি করে ভিডিও কনফারেন্সে বৈঠকও করবে দুই বোন। সেখানে তারা মতামত দেবে, তাদের সংস্থার পণ্যের কতটা উন্নতি প্রয়োজন সে বিষয়ে। জিনিষগুলোর মান উন্নয়নে ঠিক কী করা উচিত্ সেপ্রসঙ্গেও মতামত দেবে দুই বোন।



from ICT Shongbad http://ift.tt/2q65OO8

Comments