মোবাইল ফোন ইতোমধ্যেই মারা গেছে: মাইক্রোসফট হলোলেন্স উদ্ভাবক
from ICT Shongbad http://ift.tt/2pX266q
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অগমেন্টেড রিয়েলিটি হেডসেট হলোলেন্সের উদ্ভাবক অ্যালান কিপম্যান বলেন, ‘ফোন ইতোমধ্যেই মারা গেছে, শুধু মানুষ তা বুঝতে পারছেনা।’
কিপম্যান ব্লুমবার্গে এ কথা বলেন। আর ফোন যদি মৃত হয় তাহলে তার জায়গা নেবে কোন প্রযুক্তি? কিপম্যান বিশ্বাস করেন ‘মিক্সড রিয়েলিটি’ সক্ষম ডিভাইস হতে পারে রিপ্লেসমেন্ট। এর আগে গত সপ্তাহে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ভবিষ্যৎ এর ফোন হবে একেবারে অন্যরকম, ফোনগুলো দেখতে আর এখনকার ফোনের মতো হবে না।’
তবে এই উক্তি কতটা সত্য তা বলা কঠিন কেননা বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বব্যাপি ১.৪৯ বিলিয়ন ফোন বিক্রি হয়েছে।
তবে মাইক্রোসফটের জন্য ফোন মৃত বলা যায়। কেননা প্রতিষ্ঠানটি ফোনের বাজারে প্রতিদ্বন্ধিতায় টিকে থাকতে পারেনি। তাদের উইন্ডোজ ১০ মোবাইল এবং নোকিয়া তার প্রমাণ।
from ICT Shongbad http://ift.tt/2pX266q
Comments
Post a Comment