গুগলের রহস্যময় নতুন ফিউশিয়া ওএসে যুক্ত হলো ইউজার ইন্টারফেস
from ICT Shongbad http://ift.tt/2pZ7eZY
সার্চ জায়ান্ট গুগলের গত আগস্টে তাদের তৃতীয় অপারেটিং সিস্টেম ফিউশিয়া’র ঘোষণা দিয়েছিল। অ্যান্ড্রয়েড এবং ক্রোম অপারেটিং সিস্টেমের মতই এটিও লিনাক্স ভিত্তিক।
সম্প্রতি আর্স টেকনিকাতে গুগলের এই অপারেটিং এর ইউজার ইন্টারফেস দেখানো হয়েছে। আইওটি ডিভাইসগুলির জন্য এই ওএস অনুমান করা হলেও ইউজার ইন্টারফেস দেখে মনে হয় এটি নিয়ে গুগলের অনেক বড় পরিকল্পনা রয়েছে। যদিও এই অপারেটিং সিস্টেম এখনো কার্যকর হয়নি তবুও এটি দিয়ে গুগল কি নিয়ে কাজ করছে তা বোঝা যাবে।
এই অপারেটিং সিস্টেমে একসাথে বেশি অ্যাপ চালালে ক্র্যাশ করতে পারে। তাই গুগল স্ক্রিন সাইজ অনুযায়ী এর অ্যাপ সংখ্যা নিরধারন করে দিতে পারে। ফলে আপনি স্মার্টফোনে দুটি এবং ট্যাবে চারটি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন।
from ICT Shongbad http://ift.tt/2pZ7eZY
Comments
Post a Comment