ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে ওপ্পোর নতুন ফোন
from ICT Shongbad http://ift.tt/2p6rvgZ
বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ সব ফিচার নিয়ে বাজারে আসছে ওপ্পো এফ-৩ ক্যামেরা ফোন। এ হ্যান্ডসেটটিতে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। ক্যামেরা দুটির একটি সেলফির জন্য এবং আরেকটি গ্রুপ সেলফির জন্য।
এফ-৩ ক্যামেরা ফোনের ১৬ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট ক্যামেরায় গ্রুপ সেলফি তোলার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। এ ছাড়া আট মেগাপিক্সেলের আরেকটি ফ্রন্ট ক্যামেরা থাকছে। এ ছাড়া থাকছে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।
এফ-৩ ক্যামেরা ফোনে আরো আছে দারুণ ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, চার জিবি র্যাম, ৬৪ জিবি রম ও ৩২০০ এমএএইচ ব্যাটারি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসছে ৭ মে হোটেল লা মেরিডিয়ানে ওপ্পো এফ-৩ ক্যামেরা ফোনের উদ্বোধন হবে। ৭ থেকে ১৩ মে পর্যন্ত ফোনটি বুক করা যাবে। ফোনটি বাজারে পাওয়া যাবে ১৩ মে থেকে ওপ্পোর সব আউটলেট।
ওপ্পো মোবাইল বাংলাদেশের বাজারে প্রবেশ করে ২০১৪ সালের সেপ্টেম্বরে। সারা দেশে এখন ওপ্পোর তিন হাজারের মতো আউটলেট রয়েছে। ২০১১ সাল থেকে ওপ্পো স্মার্টফোন সেলফি ট্রেন্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে।
from ICT Shongbad http://ift.tt/2p6rvgZ
Comments
Post a Comment