বিশাল ব্যাটারির আসুস জেনফোন ৩ জুম উন্মুক্ত
from ICT Shongbad http://ift.tt/2pAksYW
তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস তাদের জেনফোন ৩ জুম ফোনটি উন্মুক্ত করেছে। ফোনটি নির্ধারিত সময়ের পরে উন্মুক্ত করার কারণ হিসেবে জানিয়েছে, স্পেসিফিকেশন হালনাগাদ করার জন্য এই দেরি হয়েছে।
উন্নত ক্যামেরার এই ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় ফিচার হিসেবে আছে ২.৩এক্স অপটিক্যাল জুম। এছাড়াও ফোনটি ছবিতে র- ফাইল ফরম্যাট (RAW file format) সমর্থন করবে। ফোনটির যুক্তরাষ্ট্রের সংস্করণের জন্য ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্ট- ইন স্টোরেজ আর চীনা সংস্করণের জন্য ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ রয়েছে।
ফোনটি অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে চললেও ন্যুগাট আপডেট নেয়া যাবে এই ফোনে। আর এই ফোনে ব্যাকআপের জন্য আছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি।
ফোনটির দাম ৩৯৯ মার্কিন ডলার হওয়ার কথা থাকলেও এখন ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ মার্কিন ডলার।
from ICT Shongbad http://ift.tt/2pAksYW
Comments
Post a Comment