চার হাজার টাকা ছাড় ইনফিনিক্স নোট-থ্রিতে

চার হাজার টাকা ছাড় ইনফিনিক্স নোট-থ্রিতে

চাইনিজ মোবাইল ফোন কোম্পানি ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোন নোট-থ্রি এখন পাওয়া যাচ্ছে ১২,৯৯০ টাকায়। এর পূর্বমূল্য ছিল ১৬,৯৯০ টাকা। নির্মাতা প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষ্যে অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডটকমডটবিডি এই মডেলে দিচ্ছে ৪,০০০ টাকা ছাড়।

এক বিজ্ঞপ্তিতে দারাজ আরও যোগ করেছে, ইনফিনিক্স নোট-থ্রি ফোনটি দারাজ থেকে অর্ডার করলে ঢাকায় ডেলিভারি চলে আসবে ২৪ ঘণ্টার মধেই।  আর এমেক্স কার্ড দিয়ে ক্রয়ের ক্ষেত্রে পাওয়া যাবে ই.এম.আই সুবিধা।

ইনফিনিক্স নোট-থ্রি ফোনটি ৫ মিনিট চার্জ দিয়েই ২০০ মিনিট কথা বলা সম্ভব বলে দাবী করেছে দারাজ। এতে রয়েছে ফ্রিজ অ্যাপ ফিচার, যার ফলে মোবাইলে মেমোরি স্পেস কম থাকলেও অ্যাপ আনইনস্টল না করেই অব্যবহৃত অ্যাপগুলো ফ্রিজ করে রেখে দেয়া সম্ভব। এ ছাড়াও ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে।

অ্যানড্রয়েড ৬.০ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটি অ্যানড্রয়েড ৭-এ আপগ্রেড করা সম্ভব। অন্যান্য সুবিধার মধ্যে ইনফিনিক্স দেবে ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট  এবং ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

এই অফার সম্পর্কে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন দি ফুশিয়ের সকলকে দারাজ সাইটটি ভিজিট করার আহবান জানিয়েছেন।



from ICT Shongbad http://ift.tt/2qGWAEN

Comments