সোলার ছাদের জন্য অর্ডার নিতে শুরু করেছে টেসলা

সোলার ছাদের জন্য অর্ডার নিতে শুরু করেছে টেসলা

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ১০ মে বুধবার এক ঘোষণায় জানিয়েছে, তারা সোলার ছাদের জন্য এক হাজার ডলার আমানত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ইলোন মাস্কের সৌরশক্তি নির্ভর বাড়ির পরিকল্পনা বাস্তবায়নে টেসলা একটি অনলাইন ক্যালকুলেটর চালু করেছে যাতে বাড়ির মালিকরা একটি সৌর ছাদ যুক্ত করতে কত খরচ হতে পারে তা বুঝতে পারে।

গতানুগতিক ছাদের টাইলসের চেয়ে আলাদা এই সোলার টাইলস। এই সোলার টাইলসের সবগুলই দেখতে একই রকম। কিন্তু এর মধ্যে থেকে কিছু টাইলস সূর্য থেকে শক্তি জমা করবে। মাস্কের হিসেব মতে অধিকাংশ ঘর ৪০ শতাংশ সক্রিয় সৌর কোষ জোগান দিতে পারবে যা খরচ কমাতে সাহায্য করবে। তবে যেসব গ্রাহকরা এক বা একাধিক বৈদ্যুতিক গাড়ির চার্জ করবেন এখান থেকে তাদের অতিরিক্ত সৌরশক্তির প্রয়োজন পড়বে।

বাড়ির এই সোলার টাইলস এর জন্য খরচ হবে ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি। আর এই টাইলসের ওয়ারেন্টি ৩০ বছর পর্যন্ত বলেও জানিয়েছে টেসলা। চলতি বছরে শুধু দুটি ডিজাইনের সোলার টাইলস পাওয়া যাবে এবং অতিরিক্ত আরও দুটি ডিজাইন ২০১৮ সাল নাগাদ পাওয়া যাবে।



from ICT Shongbad http://ift.tt/2qVXYXn

Comments