ম্যাকবুক এয়ারের সাথে পাল্লা দিতে আসলো মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ

ম্যাকবুক এয়ারের সাথে পাল্লা দিতে আসলো মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট প্রতিষ্ঠানের নতুন সারফেস ল্যাপটপ উন্মুক্ত করেছে। আগামী ১৫ জুন থেকে ৯৯৯ মার্কিন ডলারে বাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ।

মাইক্রোসফট জানিয়েছে, এই ল্যাপটপে আছে ১৩.৫ ইঞ্চি স্ক্রিন এবং ১৪ ঘণ্টা ব্যাটারি লাইফ। এছাড়াও ২.৭৬ পাউন্ড ওজনের এই ল্যাপটপ অ্যাপলের ম্যাকবুক এয়ারের চাইতেও হালকা। নতুন এই ল্যাপটপ উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ ১০এস এ চলবে। এছাড়াও এই ল্যাপটপের কি-বোর্ড এবং হার্ডওয়্যারে আনা হয়েছে নতুনত্ব। উইন্ডোজের নতুন এই সংস্করণটি বিশেষভাবে স্কুল ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছে।

মাইক্রোসফট এবং অ্যাপল উভয়ই বহুদিন ধরেই স্কুল কম্পিউটিং বাজারে প্রভুত্ব করে আসছে। কিন্তু সম্প্রতি তারা গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের স্বল্প মূল্যের ক্রোমবুকের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না। তবে নতুন এই ল্যাপটপ দিয়ে প্রতিষ্ঠানটি বাজার দখল করতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।



from ICT Shongbad http://ift.tt/2qDquco

Comments