অকুলাসের ভিআর মুভি স্টুডিও বন্ধ করে দিল ফেসবুক

অকুলাসের ভিআর মুভি স্টুডিও বন্ধ করে দিল ফেসবুক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাদের অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের জন্য ভিডিও কনটেন্ট তৈরির প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। আর এখন থেকে অকুলাস নিজের জন্য কনটেন্ট তৈরি করবে না।

অকুলাস এর এই স্টোরি স্টুডিও বেশ কিছু ভিআর মুভির জন্য পুরস্কারও পেয়েছে। এর মধ্যে হেনরি জাস্ট অউন অ্যান এমি অন্যতম। প্রতিষ্ঠানটি নন-গেম কন্টেন্টের জন্য ৫০ মিলিয়ন ডলার তহবিল গঠন করেছে। অকুলাসের ভাইস প্রেসিডেন্ট জ্যাসন রবিন বলেন, ‘স্টুডিওর বন্ধ হওয়ার অর্থ এই নয় যে এটি আর ভিআর এর জন্য মুভি বানাবে না, আমরা এখনও ভিআর ফিল্ম এবং সৃজনশীল কন্টেন্ট বাস্তুতন্ত্রের ক্রমবর্ধমান বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আর বলেন, অকুলাস গেম নির্মাতা, ডেভেলপার এবং মুভি নির্মাতাদের ভিআর কনটেন্ট তৈরির জন্য মোট ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। এই স্টুডিওর কর্মীরা চাইলে ফেসবুকে অন্য কাজ করতে পারে বা অন্য কোথাও কাজ খুঁজে নিতে পারবেন বলেও জানান রুবিন।

প্রসঙ্গত অকুলাসের প্রতিষ্ঠাতা পালমার লাকি প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পরপরই স্টুডিও বন্ধের ঘোষণা দেয়া হয়। যদিও প্রতিষ্ঠানটি পালমার লাকির ছেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেনি, তবে জেনিম্যাক্সের সঙ্গে মামলায় অকুলাস ৫০০ মিলিয়ন ডলার জরিমানার পরেই এমন সিদ্ধান্ত আসে।



from ICT Shongbad http://ift.tt/2pQPNZ9

Comments