ওমেন বাই এইচপি মডেলের একটি নতুন নোটবুক

ওমেন বাই এইচপি মডেলের একটি নতুন নোটবুক

গেমারাদের জন্য ‘ওমেন বাই এইচপি’ মডেলের একটি নতুন নোটবুক পিসি এনেছে এইচপি ইনকর্পোরেশন। গেইমারদের কথা মাথায় রেখে এ ডিভাইসের সক্ষমতা, পোর্টেবিলিটি ও আকর্ষণীয় স্টাইলের ডিজাইন করা হয়েছে। স্বাচ্ছন্দ্যে গেইম খেলার দারুণ এ পিসি আজ উন্মোচন করা হলো।

গেমিং পারফর্মেন্সের জন্য কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে- দ্রুত প্রসেসিং পাওয়ার, সাটার ফ্রি ফ্রেম রেট, দ্রুত লোড ও ভালোমানের গ্রাফিক্স।

‘ওমেন বাই এইচপি’-তে রয়েছে এসব ফিচারের সবই। সর্বশেষ প্রযুক্তির এনভিডিয়া জিফোর্স জিটিএস ১০৫০টি ও সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন-এর উন্নত কর্মক্ষমতার স্ট্যানিং গ্রাফিক্স। কারণ বেশিরভাগ গেইমই ডিজাইন করা হয় ফুল এইচডিতে।

‘ওমেন বাই এইচপি’-এর ১৫.৬ ইঞ্চি তীর্যক ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। এর মাধ্যমে খুব মসৃণভাবে গেইমের গ্রাফিক্স দেখা সম্ভব। এমনকি গেইম তৈরির সময় যেসব রঙ ব্যবহার করা হয়েছে সেগুলোও ৭২% মসৃণভাবে দেখা যায়।

এ গেইমিং পিসিতে স্ট্যান্ডার্ড ১২৮ জিবি এসএসডি রয়েছে, যা অন্য সাধারণ হার্ডড্রাইভের চেয়ে দুই থেকে তিন গুণ দ্রুত কাজ করে। চাইলে গ্রাহকরা র‌্যাম ৮ জিবি অথবা ১৬ জিবি ডিডিআর৩-এর যে কোনোটি বেছে নিতে পারবেন। একই সঙ্গে এর গ্রাফিক্স মেমোরি ২ জিবি অথবা ৪ জিবি জিডিডিআর৫ বেছে নেওয়ার অপশন রয়েছে।

‘ওমেন বাই এইচপি’ পিসির কাঠামোগত ডিজাইন গেইমের বিষয়টি পরিকল্পনায় রেখেই করা হয়েছে। গেইম খেলার ক্ষেত্রে পিসির তাপমাত্রা এর কর্মদক্ষতার প্রধান শত্রু। তাই এর প্রকৌশল নকশা করা হয়েছে এ তাপকে নিঃসরণের বিষয়টি মাথায় রেখে।

রাখা হয়েছে দুটি ফ্যান, যা এর পুরো অংশকে ঠান্ডা রাখার জন্য কাজ করে। এ প্রক্রিয়ায় পুরো ব্যবস্থাকে শীতল রাখার জন্য এ ফ্যান কাজ করে, যা অন্য কোনো পিসিতে নাই। এমনকি কিবোর্ড থেকে যে গরম বাতাস বের হয়ে গেইমারদের হাতে লাগে সেটাও লাগবে না।

এর পুরুত্ব মাত্র ২৪.৫ মিলিমিটার এবং এর ওজন ২.০৯ কেজি। ‘ওমেন বাই এইচপি’-তে রয়েছে পোর্টেবল পাতলা এবং ব্যাকলাইট সমৃদ্ধ কি-বোর্ড। এর ড্রাগন-রেড লাইট, যা স্বল্প আলো কিংবা আলো-আঁধারি পরিবেশে ভালোভাবে দেখার সুবিধা দেয়। রয়েছে একটি পাওয়ার পোর্ট, এইচডিএমআই ভি২.০, দুইটি ইউএসবি ৩.০ পোর্ট এবং একটি ইউএসবি ২.০ পোর্ট, যার সঙ্গে আরজে৪৫ প্রযুক্তি।



from ICT Shongbad http://ift.tt/2qVvNry

Comments