অ্যান্ড্রয়েডের জন্য হালনাগাদ গুগল ক্রোম

অ্যান্ড্রয়েডের জন্য হালনাগাদ গুগল ক্রোম

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা অফলাইনে বা ইন্টারনেট না থাকলেও যাতে ওয়েবপেজ সহজে পড়তে পারেন তার ব্যবস্থা করছে গুগল। অ্যান্ড্রয়েডের জন্য গুগল ক্রোম হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি।

গত বছরে ক্রোম ফর অ্যান্ড্রয়েড এনে অফলাইনে পেজ সংরক্ষণ করে রাখার সুযোগ করেছিল গুগল। এবারে পেজ ডাউনলোড প্রক্রিয়াকে আরও সহজ করল। বর্তমানে অফলাইনে পড়ার জন্য ওয়েবপেজ সংরক্ষণ করার জন্য বেশ কয়েকটি অ্যাপ আছে। তবে গুগল বলছে, গুগল ক্রোম ব্যবহার করে প্রতি সপ্তাহে সাড়ে চার কোটির বেশি ওয়েবপেজ ডাউনলোড করা হয়।

অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমের সাম্প্রতিক হালনাগাদ (ভার্সন ৫৮) সংস্করণটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোডের জন্য পাওয়া যাবে। কোনো লিংকে বেশিক্ষণ চেপে ধরে এবং ‘ডাউনলোড পেজ লেটার’ নির্বাচন করে ওয়েবপেজ সংরক্ষণ করে রাখা যায়। গুগলের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবপেজ সংরক্ষণ ছাড়াও ব্রাউজারে অফলাইন কনটেন্ট দেখা ও সহজে পড়ার সুবিধা আছে এতে। যেসব এলাকায় ইন্টারনেটে সমস্যা বেশি সেখানে এ ধরনের ফিচার কাজে লাগবে।



from ICT Shongbad http://ift.tt/2pvhzsq

Comments