নতুন ডিজাইনে ইউটিউব
from ICT Shongbad http://ift.tt/2qCw6oa
সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব তাদের ওয়েবসাইটে নতুন ডিজাইন নিয়ে পরীক্ষা শুরু করেছে। ম্যাটেরিয়াল ডিজাইনের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটের রিডিজাইন করা হয়েছে।
নতুন ডিজাইন ব্যবহারকারীরা ব্যবহার করে দেখতে পারবেন। আর ভালো না লাগলে পুরনো ডিজাইনে ফিরে যাওয়ার সুযোগও রয়েছে। নতুন ডিজাইনে ইউটিউব ওয়েবসাইটকে ইউটিউব টিভির মতো মনে হবে। ইউটিউবের ব্যবহারকারীর অভিজ্ঞতা বিভাগটির প্রধান ফ্রেড গিলবার্ট বলেন, প্রতিষ্ঠানটি আরও অনেক ভিডিও সহজে আবিস্কারের জন্যই পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও এখানে সাইড বার মেন্যু সরিয়ে নেয়া হয়েছে এবং বাম পাশে উপরে ইউটিউব লোগো আরও ছোট করা হয়েছে।
ব্যবহারকারীরা চাইলে এখান থেকে নতুন ইউটিউব ডিজাইন প্রিভিউ দেখে আসতে পারেন।
from ICT Shongbad http://ift.tt/2qCw6oa
Comments
Post a Comment