চীন নিজেদের উইকিপিডিয়া চালু করবে ২০১৮ সালে
from ICT Shongbad http://ift.tt/2qrjB1h
আগামী বছর থেকে চীন তাদের এনসাইক্লোপিডিয়ার অনলাইন সংস্করণ ‘উইকিপিডিয়া’ চালু করতে যাচ্ছে। কেননা বর্তমানে চীনে উইকিপিডিয়া ব্রাউজ করা গেলেও এর অনেক কনটেন্ট ব্লক করা রয়েছে।
চীনের কর্মকর্তারা জানিয়েছেন, উইকিপিডিয়ার কাজের জন্য তারা ২০ হাজারের বেশি কর্মী নিয়োগ দিয়েছেন। এবং এই তথ্যভাণ্ডারে থাকবে ৩ লাখ ফিচার, যার প্রত্যেকটি হবে প্রায় ১ হাজার শব্দের। চীনা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরাই এই তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার দায়িত্বে থাকলেও সবাই সম্পাদনাও করতে পারবে না এই চীনা উইকিপিডিয়া।
১৯৯৩ সালে প্রথম প্রিন্ট সংস্করণে বের হয় চীনের এনসাইক্লোপিডিয়া। তবে সমালোচকরা মনে করেন, রাজনৈতিক উদ্দেশে সরকার এর অনেক তথ্য বাদ দিয়েছে বা বিকৃত করেছে। ২০১১ সালে এই তথ্যভাণ্ডারটি অনলাইনে নিয়ে আসা প্রকল্পে অনুমোদন দেয় চীন।
from ICT Shongbad http://ift.tt/2qrjB1h
Comments
Post a Comment