বছরের প্রথম প্রান্তিকে স্ন্যাপচ্যাটের পতন

বছরের প্রথম প্রান্তিকে স্ন্যাপচ্যাটের পতন

ছবি শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকর্পোরেটেড পাবলিক প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ হওয়ার পর চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসেব প্রকাশ করেছে। আর এতে দেখা গেছে প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের হতাশ করে ২.২ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালের শেষ তিন মাসের তুলনায় দৈনিক সক্রিয় ব্যবহারকারী মাত্র ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৬ মিলিয়ন হয়েছে। খবর প্রকাশের পর পরই স্ন্যাপ এর নিউ ইয়র্কে ২০ শতাংশের বেশি শেয়ার পড়ে গিয়েছে। বিশ্লেষকদের ধারণার তুলনায় স্ন্যাপের ক্ষতি ১০ মিলিয়ন ডলার বেশি হয়েছে। এই বছরের প্রথম দিকে আইপিও’র সঙ্গে যুক্ত হওয়ার খরচের কারণে তাদের নেট ক্ষতি ১০৪.৬ মিলিয়ন ডলার থেকে ২.২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগকারীরা আশা করেছিলেন স্ন্যাপ তাদের বিশাল একটা সংখ্যা দিয়ে চমকে দিবেন কিন্তু প্রতিষ্ঠানটি তাদের আশাহত করেছে। আয়ের হিসাব নিয়ে নানা প্রশ্নের মধ্যে স্ন্যাপের ফিচারগুলো কপি করার বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, আপনি যদি কোনো সৃজনশীল কোম্পানী হতে চান এবং আপনি যদি অভাবনিয় কিছু তৈরি করেন, তাহলে আপনার পণ্যের নকল করা বিষয়টি আপনাকে সহজ ভাবেই নিতে হবে। সার্চ ইন্ডাস্ট্রির সাথে তুলনা করে তিনি বলেন, ‘ইয়াহুরও সার্চ বক্স ফিচার রয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে ইয়াহু গুগল হয়ে গেছে।’



from ICT Shongbad http://ift.tt/2qVCiuw

Comments