প্রতি সেকেন্ডে ক্যামেরায় পাঁচ লাখ কোটি ছবি?
from ICT Shongbad http://ift.tt/2p0v6rG
সুইডেনের একদল বিজ্ঞানী এবার বিশ্বের দ্রুততম ক্যামেরা বানিয়েছেন। এটা প্রতি সেকেন্ডে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি ছবি তুলতে পারে। রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা ও বায়োমেডিসিনের অতি দ্রুতগতির বিভিন্ন প্রক্রিয়া পর্যবেক্ষণে এই ক্যামেরা কাজে লাগানোর সুযোগ রয়েছে।
অতি সূক্ষ্ম ফোটন কণার গতিবিধি ধারণের জন্য গবেষকেরা ওই নতুন ক্যামেরা ব্যবহার করে দেখেছেন। ব্যাপারটা এত স্বল্প সময়ে ঘটে যে খালি চোখে দেখা বা সাধারণ ক্যামেরায় ছবি তোলা অসম্ভব।
গবেষকেরা বলেন, নতুন ক্যামেরাটি প্রথমে প্রাকৃতিক প্রক্রিয়ার ছবিই তুলবে। সুইডেনের সুপরিচিত লুন্ড ইউনিভার্সিটির গবেষক এলিয়াস ক্রিস্টেনসন বলেন, এই ক্যামেরা প্রকৃতির সব সূক্ষ্ম কার্যক্রমের ছবি তোলার জন্য যথেষ্ট নয়। তবে প্লাজমা ফ্ল্যাশ, জ্বলন, প্রাণীর মস্তিষ্কের কার্যক্রম ও রাসায়নিক বিক্রিয়ার কিছু বিরল ছবি এটি ধারণ করতে পারবে। প্রকৃতিতে এমন অনেক কিছু এত দ্রুত ঘটে যে সেগুলোর চলমান ছবি বা ভিডিও ধারণের সুযোগ নেই। তবে স্থিরচিত্র নেওয়া যায়। সেই স্থিরচিত্রগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে চলমান ছবি বানানোর চেষ্টা করা হবে।
এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন ফ্রেম সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
from ICT Shongbad http://ift.tt/2p0v6rG
Comments
Post a Comment