আসছে নতুন গেম ফার ক্রাই ৫

আসছে নতুন গেম ফার ক্রাই ৫

অ্যাসাসিনস ক্রিড ও ফার ক্রাই নামের জনপ্রিয় গেমের প্রকাশক ফ্রান্সের গেম প্রকাশক ইউবিসফট। এবার ফার ক্রাই সিরিজে আরও একটি নতুন গেম উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। তাদের ফেসবুক পেজে নতুন গেম সম্পর্কে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

ফার ক্রাই ৩ গেমটি থেকে একটি চিত্রকর্ম পোস্ট করে লেখা হয়েছে, ‘যে দ্বীপটিকে আমরা কখনো ছাড়িনি।’ এ ছাড়া আরেকটি পোস্টে গেমভক্তদের ইনস্টাগ্রাম অনুসরণ করতে বলা হয়েছে। সব মিলিয়ে ফার ক্রাই সিরিজে নতুন গেম সম্পর্কে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। ফার ক্রাই ৩ গেমটিকে এ সিরিজের অন্যতম সেরা গেম হিসেবে ধরা হয়। ২০১২ সালে গেমটি পিসি, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ তে উন্মুক্ত করেছিল ইউবিসফট।

বর্তমান প্রজন্মের কনসোলগুলোর জন্য ইউবিসফট ফার ক্রাই গেমের কোনো রিমাস্টারাড সংস্করণ ছাড়েনি। প্রথম ফার ক্রাই গেমটি ফার ক্রাই ক্ল্যাসিক নামের এক্সবক্স ৩৬০-এর জন্য রিমাস্টারড করে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর থেকে এ সিরিজে নতুন গেম ছাড়ে ইউবিসফট। এ সিরিজের সর্বশেষ গেম ছিল ফার ক্রাই ৪। এরপর ফার ক্রাই প্রিমাল উন্মুক্ত করা হলেও তা ফার ক্রাই সিরিজের গেম থেকে কিছুটা পৃথক ছিল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বের বৃহত্তম গেম মেলা ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ বা ‘ই ৩’ উপলক্ষে নতুন গেম উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে ইউবিসফট। গত বছর ওয়াচ ডগ টু গেমটি ই৩ এর আগে উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।



from ICT Shongbad http://ift.tt/2pMLaiR

Comments