আসছে চালকবিহীন বাস
from ICT Shongbad http://ift.tt/2pbTHL4
বাস চালকদের চাকরি হারানোর দিন আসছে! কারণ রাস্তায় আসতে যাচ্ছে চালকবিহীন বাস। ইলেকট্রিক বাস তৈরিকারক প্রতিষ্ঠান প্রোট্রেরা স্বচালিত বা চালকবিহীন পাবলিক ট্রান্সপোর্ট আনার তিন পর্যায়ের পরিকল্পনার ঘোষনা দিয়েছে।
কোম্পানির ঘোষনা অনুযায়ী, এই বাস হবে আগামীর জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। যা দুর্ঘটনা ছাড়াই চলতে পারবে। নিরাপদ ভ্রমণের পাশাপাশি দ্রুত ও সহজ হবে যোগাযোগ।
অত্যাধুনিক এই বাস তৈরিতে ইউনিভার্সিটি অব নেভাদার ইন্টেলিজেন্ট মোবিলিটি প্রোগ্রামের সাথে যৌথভাবে কাজ করছে প্রোট্রেরা। স্থানীয় ট্রান্সপোর্ট কমিশন (আরসিটি) এই বাস রাস্তায় চলার অনুমতিও দিয়েছে।
তিন পর্যায়ের এই প্রকল্পকে গবেষণা ও উন্নয়নে ভাগ করা হয়েছে। আগামী ১ জুন থেকে প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে ২০১৯ সালেই এই বাস রাস্তায় চলতে সক্ষম হবে।
from ICT Shongbad http://ift.tt/2pbTHL4
Comments
Post a Comment