ফ্রান্সের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন অভিযোগ করেছেন, তার নির্বাচনী প্রচারণা শিবিরের নথিপত্র অনলাইনে প্রকাশ করে ব্যাপক হ্যাকিং আক্রমন করা হয়েছে। নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মাত্র দুদিন আগে শুক্রবার এ অভিযোগ করলেন ম্যাক্রন।
ম্যাক্রন বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য আসল নথিপত্রের সঙ্গে কিছু ভুয়া নথিও মিলিয়ে দেওয়া হয়েছে। ৫ মে শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ আগে নথিগুলো প্রকাশ করা হয়।
বিবিসি জানিয়েছে, অজ্ঞাতনামা এক ইন্টারনেট ব্যবহারকারী ৯ গিগাবাইটের নথি প্রকাশ করে। তবে এসব নথিতে কী ধরণের তথ্য রয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। রোববার নির্বাচন হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকেই নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য প্রকাশে বিধি-নিষেধ রয়েছে। ফরাসি নির্বাচন কমিশন ফাঁস হওয়া নথির বরাত দিয়ে যেন সংবাদ প্রকাশ না করা হয় সেজন্য স্থানীয় গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে।
দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হ্যাকাররা কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়া নথিগুলো সংগ্রহ করেছে এবং দলের কয়েকজন কর্মকর্তার পেশাদারী ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। এসব নথিতে কেবল দলের প্রচারণা সংক্রান্ত তথ্য রয়েছে।
প্রসঙ্গত ৭ মে রোববার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় হতে যাচ্ছে। গত ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে কট্টর ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রার্থী মেরিন লে পেন এর মুখোমুখি হচ্ছেন উদার মধ্যপন্থি ইমানুয়েল ম্যাক্রন।
from ICT Shongbad http://ift.tt/2pQmxDR
Comments
Post a Comment