ইউএসএ টুডে’র ফেসবুক পেজের অর্ধেক ‘অ্যাকাউন্ট’ই ভুয়া

ইউএসএ টুডে’র ফেসবুক পেজের অর্ধেক ‘অ্যাকাউন্ট’ই ভুয়া

মার্কিন দৈনিক ইউএসএ টুডে বলছে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করা অ্যাকাউন্টগুলোর মধ্যে অর্ধেকই বট। দৈনিকটির মূল প্রতিষ্ঠান গ্যানেট কো. এ নিয়ে তদন্ত চালাতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে আহবান জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ায় ইউএসএ টুডে’র ফেসবুক পেজে ‘লাইক’ সংখ্যা ১.৫২ কোটি থেকে ৮২ লাখে নেমে গেছে। ইউএসএ টুডে’র পেজে শেয়ার করা স্টোরিতে বটগুলো ‘কমেন্টে’ রিপ্লাই দিতে থাকে; এমনকি পত্রিকাটির পেজ নিজেই নিজেকে ‘লাইক’ দিয়েছে এমনটাও দেখা গেছে।

এফবিআই এ নিয়ে কোনো তদন্ত শুরু করেছে কি না, তা নিয়ে বিবিসি এফবিআইকে জিজ্ঞাসা করলেও, গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। ফেসবুকও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।



from ICT Shongbad http://ift.tt/2q2k3Cq

Comments