মহেশখালীতে রবি-টেন মিনিট স্কুল

মহেশখালীতে রবি-টেন মিনিট স্কুল

ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর শিক্ষার্থীদের কাছে গত ২৭ এপ্রিল রবি-টেন মিনিট স্কুল’র বিভিন্ন ফিচার তুলে ধরেন প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। ওই দিন আইল্যান্ডটিকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়মান মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে অনলাইন কুইজ, ফেসবুকের মাধ্যমে লাইভ ক্লাস, স্মার্ট-বুক ও কথোপকথনমূলক ভিডিওসহ টেন মিনিট স্কুল’র বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করেন। এসময় আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও কোরিয়া টেলিকম’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পলক রবি-টেন মিনিট স্কুল’র ফেইসবুক পেজে সরাসরি (লাইভ) কথা বলেন। মহেশখালীর জনগণের কাছে ডিজিটাল এডুকেশন প্লাটফর্মটি তুলে ধরার জন্য রবি-টেন মিনিট স্কুলকে অভিনন্দন জানান তিনি। এর আগে গ্রাহকদের জন্য রকেটের সাথে যৌথ উদ্যোগে আইল্যান্ডটিতে এমএফএস’র কার্যক্রম শুরু করে রবি।

৩০ হাজারের বেশি নিয়মিত শিক্ষার্থী এবং ফেইসবুকে ৩ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইবার নিয়ে রবি-টেন মিনিট স্কুল           (http://ift.tt/2aGuCnx) দেশের বৃহত্তম অনলাইন স্কুল। কর্পোরেট দায়বদ্ধতার আওতায় অনন্য এই অনলাইন এডুকেশন প্লাটফর্মটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি। জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট’র (এইচএসসি) শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সামগ্রিক শিক্ষা সহায়িকা প্রদান করেছে প্লাটফর্মটি। ২০১৬ সালের জুন থেকে প্লাটফর্মটি নিজস্ব ওয়েবসাইটের পরিসর ছাড়িয়ে ‘ফেইসবুক লাইভ ফর এভরিওয়ান’র মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের লাইভ কোচিং প্রদান করেছে।

প্রতিদিন অনুষ্ঠিত রবি-টেন মিনিট স্কুল লাইভ কোচিং ক্লাসে ৩ লাখ ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গড়ে দৈনিক শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি। এছাড়া প্রায় ১ লাখ ২৫ হাজার ইউটিউব সাবস্ক্রাইবার তাদের সুবিধামতো সময়ে রবি টেন মিনিট স্কুল’র শিক্ষামূলক ভিডিওগুলো দেখছেন।

রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। ভারতী’র বাংলাদেশে পরিচালিত কোম্পানি ‘এয়ারটেল বাংলাদেশ লিমিটেড’র সাথে একীভূত হয়ে ২০১৬ সালের নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছ ‘রবি আজিয়াটা লিমিটেড’ যার মধ্যে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। ৩ কোটি ৩৮ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে একীভূত কোম্পানিটি এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।

১২ হাজার ৮৫০শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৭ হাজার ৭শ’টি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।



from ICT Shongbad http://ift.tt/2p0sPlp

Comments