আবারও হত্যাকাণ্ডের দৃশ্য ফেসবুক লাইভে
from ICT Shongbad http://ift.tt/2pp23Cx
ফেসবুক লাইভে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের পুলিশ স্টিভ স্টিফেন্স নামের এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তির নাম রবার্ট গুডউইন। তার বয়স ৭৪ বছর।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত এবং পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করেছে এবং বলেছে সে ৬ ফুট ১ ইঞ্চি দীর্ঘ একজন কৃষ্ণাঙ্গ। স্টিফেন্স নামের ওই ব্যক্তি পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করে বলেছে, সে এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছে এবং আরও মানুষকে হত্যা করতে আগ্রহী।
ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন। গত মার্চ মাসে একজন অজ্ঞাত আরেক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ১৬ বার গুলিবিদ্ধ হন।
from ICT Shongbad http://ift.tt/2pp23Cx
Comments
Post a Comment