একটি গ্যাজেট দিয়ে ৮০টি ভাষায় কথা বলা যাবে
from ICT Shongbad http://ift.tt/2okW2Hp
বিভিন্ন ভাষার মানুষের সাথে যোগাযোগ করার জন্য নতুন নতুন ভাষা শিখা সবসময় সম্ভব নয়। ভাষার এই বাধা দূর করবে ট্র্যাভিস নামের নতুন এক ডিভাইস।
রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটের মধ্যেই আঁটানো যাবে। কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গ্যাজেট যেকোনো ভাষায় অনুবাদ করে দিতে পারে। ট্র্যাভিস প্রস্তুতকারকদের দাবি, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মোডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে।
ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এছাড়া প্রতিটি ভাষার জন্য সবচেয়ে ভালো অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও রয়েছে।
১৩৯ ডলারে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।
from ICT Shongbad http://ift.tt/2okW2Hp
Comments
Post a Comment