গুগলের সাইন-ইন ইউজার ইন্টারফেইসে পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর ওয়েব সেবা ও সার্চ ইঞ্জিনে সাইন-ইনের ক্ষেত্রে নতুন ইন্টারফেইস দেখা যাবে।
বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, ফোন ও ট্যাবলেটে ইন্টারফেইসটি পরিস্কার ও ব্যবহারবান্ধব করতে এই উদ্যোগ নিয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি।
কোম্পানির সাপোর্ট পেইজে প্রকাশিত তথ্যমতে, নতুন সাইন-ইন পরিস্কার, দেখতে সাধারণ এবং প্রক্রিয়াটি সহজ করবে। যদিও সাইন-ইন প্রক্রিয়াটিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই ব্যবহারকারীদের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
যখন ব্যবহারকারীর কোনো গুগল অ্যাপ কিংবা ব্রাউজারে গুগল সেবায় সাইন-ইন করতে যাবে তখন এই নতুন ইউজার ইন্টারফেইসটি দেখাবে। গুগল আরও জানিয়েছে, যদি কেউ পুরাতন সংস্করণের ব্রাউজার ব্যবহার করেন কিংবা জাভাস্ক্রিপ্ট বন্ধ রাখেন তাহলে তারা আগের ইন্টারফেইসই দেখতে পাবেন।
এরই মধ্যে লগ-ইন পেইজে ব্যবহারকারীদের নতুন ইন্টারফেইস আনার বিষয়টি নোটিফিকেশন হিসেবে দেখানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুরু হলেও সকল ব্যবহারকারীর জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
from ICT Shongbad http://ift.tt/2oxnxN9
Comments
Post a Comment