আপনাকে তাক লাগাতে আসছে গুগলের নতুন অ্যাপ
from ICT Shongbad http://ift.tt/2o4dPzg
খুব সহজে ছবি এডিট করা কিংবা গ্রুপে শেয়ার করার জন্যে গুগল চালু করতে চলেছে ‘সোশ্যাল ফটোজ অ্যাপ’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। গুগলের এই অ্যাপ ইউজারকে ছবিতে নানা ধরনের ফিল্টার ব্যবহারের সুযোগ দেবে।
গুগল এতে কম্পিউটার ভিশন টেকনোলোজি অ্যাড করবে বলে সহজে ছবি ট্যাগ করা যাবে। গুগল কর্তৃপক্ষ বলছে, তারা এখন যে শুধু মিডিয়া অ্যাপ নিয়ে ভাবছে তা না। এখন ছবির মাধ্যমে সোশ্যাল সাইটের বিষয়টি নিয়েও ভাবছে। তারা একটি অ্যাপ তৈরি করছে, যাতে যৌথভাবে ছবি বিনিময়, এডিটের মতো কাজ করা যাবে।
গুগলের মতো অ্যাপলও ক্লিপস নামের একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসার কথা জানিয়েছে। এটি দিয়ে ভিডিও তৈরি ও সোশ্যাল সাইটের মাধ্যমে সহজে শেয়ার করা যাবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গুগল বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছে। অ্যাপটি তারই অংশ।
এটি সাধারণ কোনো মেসেজিং অ্যাপ্লিকেশন নয়, বরং যৌথভাবে ছবি নিয়ে কাজ করার একটি অ্যাপ। অবশ্য অ্যাপটি কবে আত্মপ্রকাশ করবে, এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ কিছু জানায়নি। গুগলের এই অ্যাপ পাথ নামের একটি অ্যাপ্লিকেশনের প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করছেন অনেকে।
from ICT Shongbad http://ift.tt/2o4dPzg
Comments
Post a Comment