ভাইরাল সেলফি অ্যাপে ‘বর্ণবাদী’ বিতর্ক, ক্ষমা চাইল প্রতিষ্ঠাতা

ভাইরাল সেলফি অ্যাপে ‘বর্ণবাদী’ বিতর্ক, ক্ষমা চাইল প্রতিষ্ঠাতা

সেলফি এডিট এর জন্য ফটো এডিটিং অ্যাপ ‘ফেস অ্যাপ’ উন্মুক্ত করা হয়েছিল। রাশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের এই অ্যাপটি বর্ণবাদী আচরণের জন্য সমালোচিত হয়েছে আর এর প্রেক্ষিতে এর প্রতিষ্ঠাতা ক্ষমা চেয়েছেন বলে প্রযুক্তি বিষয়ক সাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই অ্যাপের ফিল্টার দিয়ে গায়ের রং অপেক্ষাকৃত ফর্সা দেখানো যায়। এমনকি ছবি তুলে তাতে নানা রকম পরিবর্তন করা যায়। চোখে চশমা থাকলে বাদ দেয়া যায়। আবার এমন কিছু পরিবর্তন করা যায় যাতে বয়স কম বা বেশি দেখানো যায়, তাকে আরও আকর্ষণীয় দেখানো যায়। এছাড়াও লিঙ্গ পরিবর্তনও করা যায় এই অ্যাপে। ফিল্টারের অন্য কোনো অপশন নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র গায়ের রঙ আরও ফর্সা করার ফিল্টারটি বিতর্কের জন্ম দেয়।

আর এমন বিতর্কের মুখে অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইয়ারোস্ল্যাভ গঞ্চারোভ এক ই-মেইল বিবৃতিতে এই বর্ণবাদী অ্যালগরিদমের জন্য ক্ষমা চেয়েছেন। এবং ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা দেয়ার অঙ্গীকারও করেছেন।



from ICT Shongbad http://ift.tt/2oLDeMw

Comments