শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ৬টিই প্রযুক্তিবিষয়ক
from ICT Shongbad http://ift.tt/2oiU358
চীনের ইন্টারনেটভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানি সম্প্রতি মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ওয়েলস ফারগোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান দশ প্রতিষ্ঠানের তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেছে। এর ফলে শীর্ষ দশের আরেকটি স্থান এখন প্রযুক্তি প্রতিষ্ঠানের দখলে। প্রতিষ্ঠানগুলোর বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে এই তালিকা করা হয়।
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান সেবা উইচ্যাট এবং গেমিংয়ের জন্য টেনসেন্ট সুপরিচিত। বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে অ্যাপল। অ্যাপলের বাজারমূল্য বর্তমানে ৮০ হাজার কোটি ডলার। অন্যদিকে ২৭ হাজার ৯০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দশম অবস্থানে টেনসেন্ট। শীর্ষ দশ প্রতিষ্ঠানের ছয়টিই এখন প্রযুক্তিনির্ভর। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপল, অ্যালফাবেট (গুগল), মাইক্রোসফট, আমাজন, ফেসবুক ও টেনসেন্ট।
বাজারমূল্যের বিচারে শীর্ষ প্রতিষ্ঠান
১. অ্যাপল
২. অ্যালফাবেট
৩. মাইক্রোসফট
৪. আমাজন
৫. বার্কশায়ার হ্যাথাওয়ে
৬. ফেসবুক
৭. এক্সন মোবিল
৮. জনসন অ্যান্ড জনসন
৯. জে পি মরগান
১০. টেনসেন্ট
১১. ওয়েলস ফারগো
অনামিকা মণ্ডল, সূত্র: ব্লুমবার্গ
from ICT Shongbad http://ift.tt/2oiU358
Comments
Post a Comment