ফেসবুকে আব্রাহাম খান জয়ের নামে অসংখ্য ভুয়া আইডি ও পেজ

ফেসবুকে আব্রাহাম খান জয়ের নামে অসংখ্য ভুয়া আইডি ও পেজ

সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এখন শুধুই আলোচনা আর সমালোচনা অপু বিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে। তবে এরই মধ্যে প্রকাশ পাওয়া তাদের সন্তান আব্রাহাম খান জয়ের ছবি দিয়ে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি ও পেজ তৈরি করা হয়েছে। এসব আইডি বা পেজে লাইক বা বন্ধুর সংখ্যা এক-দুই থেকে কয়েক হাজারও ছাড়িয়ে গেছে।

ফেসবুকে আব্রাহাম খান জয়ের নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ দেখে আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ খান বলেন, ‘সবার সামনে আসার ২৪ ঘণ্টা না পেরোতেই ফেসবুকে অসংখ্য আইডি ও পেজ খোলা হয়েছে আব্রাহাম খান জয়ের নাম দিয়ে। আর লাইকের দিক থেকেও সেগুলোর কোনোটা এক, দুই আবার কোনোটা ইতোমধ্যে কয়েক হাজার ছাড়িয়েছে।’

কিন্তু হঠাৎ করে এতোগুলো ভুয়া আইডি ও পেজ কেন তৈরি করা হলো? উত্তরে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটাল টাইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মিনহার মহসিন উদ্দিন বলেন, ‘নানান কারণে এই ভুয়া আইডি ও পেজ খোলা হতে পারে। এই মুহূর্তে ফেসবুকে এই ইস্যু নিয়ে যেহেতু ব্যাপক আলোচনা করা হচ্ছে; ফলে এই নামে পেজ বা আইডি হলে মানুষ লাইক দেবে বা ফ্রেন্ড হতে চাইবে, এমন ধারণা থেকে এটা করা হতে পারে।’

তিনি বলেন, ‘অনেক সময় বাংলাদেশেই দেখা গেছে, সেলিব্রেটির নামে ভুয়া পেজও ভেরিফাইড হয়ে যাচ্ছে। অথচ যার নামে পেজ সে কিছুই জানে না। আর পেজের লাইক বৃদ্ধি পেলে পরবর্তীতে এসব পেজ হয় বিক্রি করে দেওয়া হয়, না হলে নাম পরিবর্তন করে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা হয়। এ জন্য নতুন ইস্যুতে সব সময় ভুয়া পেজের সংখ্যা বৃদ্ধি পায়।’  

কাজী মিনহার মহসিন উদ্দিন আরও বলেন, ‘ফেসবুকে কোনো ভুয়া পেজ বা আইডি দেখলে তা সাথে সাথেই সেটার বিরুদ্ধে রিপোর্ট করা উচিৎ। তা না হলে অন্যরা এই পেজ দেখে বিভ্রান্ত হবেন।’ এসব বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ব্যাপারেও তিনি পরামর্শ দেন।

প্রসঙ্গত, ১০ মাস অন্তরালে থেকে গত ১০ এপ্রিল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে সন্তানসহ আসেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, ২০০৬ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে প্রযোজক মামুনুজ্জামান খানসহ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। কাজি আসেন ফরিদপুরের ভাঙা থেকে। তখন অপু বিশ্বাসের নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়।



from ICT Shongbad http://ift.tt/2p7fTX3

Comments