একদম নতুন ফিচার্স আনছে হোয়াটসঅ্যাপ!
from ICT Shongbad http://ift.tt/2oz5baE
এবার থেকে নতুন ফিচার্স আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। আর তার ফলে নাকি আপনার কাজ অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। অন্তত এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
কী সেই নতুন ফিচার? আমরা মাঝেমধ্যেই নিজেদের মোবাইল নম্বর পাল্টাই। অ্যানড্রোয়েড সেট ব্যবহার করার ফলে প্রতিবারই হোয়াটসঅ্যাপে নতুন নম্বরটি রেজিস্টার করতে হয়। আর তারপর মোবাইল ফোনে থাকা প্রতিটি ফোন নম্বরে সেই নতুন নম্বরটি দিয়ে নোটিফাই করতে হয়।
কিন্তু হোয়াটসঅ্যাপের দাবি এবার যে নতুন ফিচার্স আসতে চলেছে তাতে নম্বর পরিবর্তনের ফলে আর কাউকে নোটিফাই করতে হবে না। নিজে থেকেই আপনার মোবাইলে থাকা প্রতিটি কনট্যাক্টের কাছে চলে যাবে আপনার নতুন হোয়াটসঅ্যাপ নম্বরটি।
নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘চেঞ্জ নম্বর’।
from ICT Shongbad http://ift.tt/2oz5baE
Comments
Post a Comment