প্রথম প্রান্তিকে টেসলার রেকর্ড সংখ্যক গাড়ি সরবরাহ
from ICT Shongbad http://ift.tt/2oU41ad
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বছরের প্রথম প্রান্তিকে গাড়ি সরবরাহের রেকর্ড গড়েছে। বছরের প্রথম তিন মাসে ২৫ হাজার গাড়ি সরবরাহ করেছে টেসলা। আর আগের বছরের তুলনায় এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির সরবরাহ বেড়েছে ৭০ শতাংশ।
টেসলার জানিয়েছে সরবরাহ করা গাড়িগুলোর মধ্যে মডেল এস সেডান রয়েছে ১৩৪৫০টি এবং মডেল এক্স এসইউভি রয়েছে ১১৫৫০টি। প্রতিষ্ঠানটি আরও জানায় চলতি বছরের প্রথমার্ধে ৪৭,০০০ থেকে ৫০,০০০ হাজার মডেল এস এবং মডেল এক্স গাড়ি সরবরাহ করার প্রত্যাশা করছে তারা।
রোববার এক বিবৃতিতে টেসলা জানায়, বছরের প্রথম প্রান্তিকে আরও ৪৬৫০টি গাড়ি গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কিন্তু এগুলো দ্বিতীয় প্রান্তিকের সরবরাহ হিসাবের মধ্যে যোগ হবে। এ প্রান্তিকে রেকর্ড ২৫৪১৮টি গাড়ি সরবরাহ করেছে তারা।
from ICT Shongbad http://ift.tt/2oU41ad
Comments
Post a Comment