অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে পরিসর কমাচ্ছে ড্রয়েডকন

অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে পরিসর কমাচ্ছে ড্রয়েডকন

বাংলাদেশে অ্যান্ড্রয়েডপ্রেমীদের নিয়ে প্রথমবারের আয়োজিত হতে যাচ্ছে ‘ড্রয়েডকন ঢাকা ২০১৭’। আগামী ৫ ও ৬ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড সম্মেলন। তবে পুর্ব পরিকল্পনা থেকে আয়োজন কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ড্রয়েডকন আয়োজনকারী প্রতিষ্ঠান  ডস আইসিটি সল্যুশনস লিমিটেড।

আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ড্রয়েডকনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এসএম মহি উস সুন্নাত প্রিয়.কমকে আয়োজনের পরিসর কমিয়ে আনার ব্যপারে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ড্রয়েডকন ঢাকায় ইতিপূর্বে আমরা একসঙ্গে তিনটি সেশন পরিচালনার পরিকল্পনা করেছিলাম, যেখানে অংশগ্রহণকারীরা বক্তাদের বক্তব্যের কমপক্ষে দুই-তৃতীয়াংশ বিষয়বস্তু থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা ছিল। তাই অংশগ্রহণকারীদের কাছে সকল বক্তাদের বক্তব্য পৌঁছে দিতে নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। বর্তমানে ৫০০ জন অংশগ্রহণকারীর পরিবর্তে ২৫০ জন অংশগ্রহণকারী থাকবেন এবং অন্যান্যদের মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবক, বক্তা, সংগঠক এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানস্থলের কক্ষগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিয়ে আনার কারণ হিসেবে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের শ্রেণীকক্ষের আসন সংখ্যা সীমিত। শুধু তাই নয়, মানসিক অবসাদ দূর করতে পর্যাপ্ত বিরতির সময় বরাদ্দ করা হয়েছে এবং সেশন গুলো যেন অংশগ্রহণকারীদের জন্য ফলপ্রসু ও উপভোগ্য হয় সে কথা মাথায় রেখেই সেশন সংখ্যা কমিয়ে ১৮ তে আনা হয়েছে। যেগুলোর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সকল শাখা-প্রশাখা সম্পর্কে আলোচনা করা হবে।

এই সম্মেলনের জন্য তিন ধরনের টিকেটের মূল্য নির্ধারণ করেছেন। সেগুলো হলো শিক্ষার্থী, সাধারণ, এবং ভিআইপি। টিকেট কিনতে হলে যেতে হবে এই ঠিকানায়। আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইটে।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিনে আটজন বক্তা এবং দ্বিতীয় দিনে ১০ জন বক্তা বক্তব্য দিবেন। ড্রয়েডকনে বক্তা হিসেবে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশাদারী প্রযুক্তিবিদ্গন আমন্ত্রিত হয়েছেন। এই সম্মেলনটিকে তারা তাদের মুল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে মুখরিত রাখবেন। যার দ্বারা উপস্থিত সকলে অ্যান্ড্রয়েডের অনেক অজানা তথ্য জেনে নিতে পারবেন। স্পিকারদের সম্পর্কে জানতে ক্লিক করতে পারুন এই লিংকে

প্রসঙ্গত, ড্রয়েডকন সম্মেলনটির পথ চলা শুরু হয় জার্মানিতে ২০০৯ সালে একটি অ্যান্ড্রয়েডপ্রেমী আন্তর্জাতিক দলের হাত ধরে। এরপর থেকে ৫৫টি বৃহৎ আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড সম্মেলন অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ইতালি, দুবাই, স্পেনসহ ২৪টি দেশের ২৬টি বড় বড় শহরগুলোতে। এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন টেক-দানব এবং বিশ্বের অ্যান্ড্রয়েড প্রেমীরা। বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা থাকবেন বলে জানা গেছে।



from ICT Shongbad http://ift.tt/2pombCb

Comments