অর্ডারের দিনই পণ্য পৌঁছে দেবে পিকাবু ডটকম

অর্ডারের দিনই পণ্য পৌঁছে দেবে পিকাবু ডটকম

গ্রাহকদের জন্য ফাস্ট পিক নামের এক্সপ্রেস ডেলিভারি সুবিধা চালু করল দেশের জনপ্রিয় অনলাইন শপ পিকাবু ডট কম। ফাস্ট পিক-এর মাধ্যমে ঢাকায় বসবাসকারী ক্রেতারা পিকাবু ডট কমে অর্ডারের দিনই পণ্য হাতে পাওয়ার সুবিধা নিতে পারবেন। পণ্য হাতে পৌঁছানোর ক্ষেত্রে সুবিধাটি ক্রেতাদের জন্য অনেক দ্রুত এবং সহজ একটি পদ্ধতি।

উল্লেখ্য, দুপুর ১২টার মধ্যে কেউ যদি পিকাবু ডট কম থেকে কোনো পণ্য অর্ডার করে তবে সেই পণ্য ওইদিনই ক্রেতার হাতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু দুপুর ১২টার পর অর্ডারকৃত পণ্য হাতে পৌঁছাতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় নেবে প্রতিষ্ঠানটি। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও অন্যান্য ছুটির দিনেও পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে পিকাবু ডট কম। তবে এক্ষেত্রে ফাস্ট পিক সুবিধা নিতে হলে ক্রেতাদের কিছুটা বাড়তি খরচ করতে হবে।

ফাস্ট পিক সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এই ঠিকানায়— http://ift.tt/2nWYhPb



from ICT Shongbad http://ift.tt/2oUmFhU

Comments