সন্তানদের জন্য বিল গেটসের বিধিনিষেধ!

সন্তানদের জন্য বিল গেটসের বিধিনিষেধ!

কিশোর বয়সেই কম্পিউটার প্রোগ্রামিং শুরু করেন বিল গেটস। স্কুলে পড়ার সময় টিক-ট্যাক-টো গেমের একটি সংস্করণ তৈরি করেন, যেখানে কম্পিউটারের প্রতিপক্ষ হিসেবে খেলা যেত। পরবর্তী সময়ে অন্যতম সেরা প্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফট দাঁড় করান সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের সঙ্গে।

তাঁর ঘরবাড়ির পরতে পরতে প্রযুক্তির ছোঁয়া আছে বলে খবর প্রকাশিত হয়েছে বারবার। বিল গেটসের সন্তানেরা যে বিশ্বসেরা প্রযুক্তি নিয়ে বেড়ে উঠবে, এমনটাই হওয়ার কথা ছিল। তবে ব্যাপারটা ঠিক উল্টো। প্রযুক্তিবিষয়ক অনুষঙ্গ ব্যবহারে তিন সন্তানের প্রতি বাবা বিল গেটসের আছে কঠিন বিধিনিষেধ।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমাদের খাবার টেবিলে সেলফোন থাকে না। অন্তত ১৪ বছর বয়স না হলে সন্তানদের হাতে সেলফোন তুলেও দিই না।’ তবে আর দশজন সাধারণ মানুষের মতো তাঁর সন্তানেরাও যে একটু গোঁ ধরে, তা-ও অকপটে স্বীকার করেন। বলেন, ‘তাঁরা অবশ্য প্রতিবাদ করে যে স্কুলের সহপাঠীদের সেলফোন আছে।’



from ICT Shongbad http://ift.tt/2oBWXz6

Comments