সেলফি ক্যামেরায় ফ্যাশন পরামর্শ

সেলফি ক্যামেরায় ফ্যাশন পরামর্শ

কণ্ঠ নিয়ন্ত্রিত নতুন ইকো লুক সেলফি ক্যামেরা প্রকাশ করেছে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। নতুন এই সেলফি ক্যামেরা সত্যিকার অর্থেই ডিজিটাল সহকারী হিসেবেই কাজ করবে। এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী অ্যালেক্সা ব্যবহারকারীকে ফ্যাশন নিয়ে টিপস দিতে পারবে এবং কী পরা উচিত আর কী পরা উচিত না, সে বিষয়েও ধারণা দেবে। আমাজনের ক্যামেরাটি বর্তমানে আগাম ফরমাশের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রেই পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে ২০০ ডলার।

ক্যামেরাটিতে চারটি এলইডি, একটি ডেপথ-সেন্সিং সিস্টেম এবং আমাজন এর অন্যান্য অ্যালেক্সাচালিত যন্ত্র ইকো এবং ইকো ডটের মতো কণ্ঠ-নির্দেশ গ্রহণের জন্য মাইক্রোফোন। ক্যামেরাতে তোলা ছবিতে সামনে থাকা ব্যবহারকারী বাদে অন্যান্য অংশ ঘোলা দেখাবে। এতে ছবিতে ব্যবহারকারী। এই ক্যামেরায় ভিডিও ধারণ করাও যায়।

কিন্তু ইকো লুক ক্যামেরা একটি ইকো ডট ক্যামেরার চেয়েও বেশি কিছু। আমাজনের ইকো লুক ক্যামেরাতে প্রতিষ্ঠানটির মেশিন লার্নিং প্রযুক্তিতে ব্যবহারকারীর পরিধেয় পোশাকের বিভিন্ন আঙ্গিকে ছবি ধারণ করে তুলনা করতে পারবে, যা সেরা পোশাকটি বাছাই করতে সাহায্য করে।

আমাজন আশা করছে, যত বেশি লোক এটি ব্যবহার করবে, ইকো লুকের ফ্যাশন পরামর্শ সেবাটা দিন দিন তত বেশি উন্নত হবে।



from ICT Shongbad http://ift.tt/2paE4pT

Comments