মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন জানিয়েছে, তারা ইয়াহু এবং এওএল একীভূত করে ‘ওথ’ নামে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করবে। তবে ৪.৫ বিলিয়ন ডলারে ইয়াহু অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পরেই এই কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।
তবে মার্কিন এই প্রতিষ্ঠানটি একীভূত নতুন প্রতিষ্ঠান ‘ওথ’ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করবে না। এওএল সোমবার এক বিবৃতিতে জানায়, আপনারা নিঃসন্দেহে বাজি ধরতে পারেন, এটি খুব ভালো একটি ব্র্যান্ড হতে যাচ্ছে। আর এওএল এর শীর্ষ নির্বাহী টিম আর্মস্ট্রং এক টুইট বার্তায় ‘ওথ’ ২০টিরও বেশি বিভিন্ন ব্র্যান্ডের পরিচালনা করবে এমন ইঙ্গিত দেন।
যদিও এওএল এবং ইয়াহু প্রতিষ্ঠান দুটি অনেক দিন ধরেই বাজারে প্রতিকুল অবস্থায় সঙ্গে কঠিন লড়াই করে যাচ্ছে। তবুও ভেরাইজন এই দুটি প্রতিষ্ঠান থেকে আরও বেশি ডিজিটাল বিজ্ঞাপন বিক্রির ব্যাপারে আশাবাদী।
গত বছর ইয়াহু দুইবার সাইবার হামলার খবর প্রকাশের পর চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। পরবর্তীতে ইয়াহু সংশোধিত বিক্রয়মূল্যে রাজি হয়ে ভেরাইজনের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়। আর এখন ভেরাইজনের আগামী ৩০ জুনের মধ্যে ইয়াহু ই-মেইল এবং অন্যান্য অনলাইন অপারেশন নিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।
from ICT Shongbad http://ift.tt/2owNvR4
Comments
Post a Comment