মিশরের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেসবুকে নিজের বেলি ড্যান্সের ভিডিও প্রকাশ করার পর তার চাকরি নিয়ে টানাটানি পড়েছে।
সুয়েজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোনা প্রিন্স যে ভিডিওটি আপলোড করেছিলেন সেটি ভাইরাল হয়েছে এবং বহু মানুষ সেটি শেয়ার করেছেন।
এরপরই তার বিরুদ্ধে শুরু হয়েছে প্রবল সমালোচনা। স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তার পক্ষ সমর্থন করে কিছু বক্তব্য এলেও সমালোচকরা বলছেন, মিজ প্রিন্স বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপযুক্ত আচরণ করেননি। সুয়েজ বিশ্ববিদ্যালয়ের একজন ডিন বলেছেন, মোনা প্রিন্স মিশরের সংস্কৃতি ও ঐতিহ্য-বিরোধী কাজ করেছেন।
এই ভিডিও প্রকাশের পাশাপাশি নিয়মানুবর্তিতা, ক্লাসে উপস্থিতি এবং তার ছাত্রদের পরীক্ষার ফলাফল ইত্যাদি নিয়েও মোনা প্রিন্সের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানান। তবে এসব অভিযোগ অস্বীকার করে মোনা প্রিন্স বলেন, তার ছাত্ররা পরীক্ষায় আসলে কেমন করে তার জন্য তাদের খাতা দেখলেই হয়।
ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, “আমি কখনই হাসি, গান, নাচ আর আমার লেখালেখি থামাবো না।”
from ICT Shongbad http://ift.tt/2npds5h
Comments
Post a Comment