২মিনিটেই স্টক শেষ সবুজ রংঙের অপ্পো আর৯এস !
from ICT Shongbad http://ift.tt/2nObIyk
বাজারে আসার দুই মিনিটেই স্টক শেষ গেছে অপ্পো আর৯এস ডিভাইসের সবুজ সংস্করণের মোবাইল। চলতি মাসের শুরুতে দিনে চীনের বাজারে বিক্রি শুরু হয়েছিল ডিভাইসটি। বাজারে আসার আগেই ফোনটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল গ্রাহকদের।
অপ্পো জানিয়েছে, অনেক গ্রাহক এখনো সবুজ রংয়ের অপ্পো আর৯এস কিনতে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ায় দেওয়া যাচ্ছে না।
এই সংস্করণটিতে কনফিগারেশনের কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র রঙ পরিবর্তন করা হয়েছে। দামও আগের মতই রয়েছে।
উল্লেখ্য ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট মেমোরির এই ফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন হলো ১০৮০*১৯২০ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০। ডুয়াল সিম সুবিধার ফোনটিতে আরও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট, ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ও অ্যাড্রেনো ৫০৬ জিপিইউ। এছাড়া সামনে ও পিছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফোনের রঙের উপর নির্ভর করে বিশেষ সংস্করণ নিয়ে হাজির হওয়ার ঘটনা নতুন নয়। ডিসেম্বরে ডিভাইসটি লাল রঙের বিশেষ সংস্করণ এনেছিল অপ্পো।
from ICT Shongbad http://ift.tt/2nObIyk
Comments
Post a Comment