চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে’র প্রধান নির্বাহী এরিক শু বলেন, স্মার্টওয়াচ ব্যবহারের কোনো যৌক্তিকতা দেখেন না তিনি। সম্প্রতি দেশটির শেনজেন প্রদেশে অনুষ্ঠিত বিশ্লেষক শীর্ষক সামিটে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ওই সম্মেলনে শু কে জিজ্ঞাসা করা হয়, পরিধানযোগ্য প্রযুক্তির কারণে স্মার্টফোনের চাহিদা কমে যাচ্ছে কিনা? জবাবে তিনি বলেন, ‘আমি কখনো বুঝতে পারি না আমাদের প্রয়োজনীয় সবকিছু ফোনে থাকার পরও কেন আমরা স্মার্টওয়াচ ব্যবহার করবো।’ যদিও চলতি বছর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে হুয়াওয়ে কিন্তু এবার প্রতিষ্ঠান প্রধান নিজেই এটিকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন।
শু-এর বরাত দিয়ে ফোর্বস এর প্রতিবেদনে বলা হয়, ‘আমি ঘড়ি পড়া মানুষ নই। আর এই খাত নিয়ে আমি কখনো আশাবাদী ছিলাম না।’ হুয়াওয়ে’র পালাক্রমে দায়িত্ব পালন করা তিন প্রধানের একজন এরিক শু। প্রতিষ্ঠানটিতে এই তিনজনের প্রত্যেকে ছয় মাস প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে থাকেন।
বর্তমানে স্মার্টওয়াচ বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল এবং স্যামসাং। আর বিলসী ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও এখন স্মার্টওয়াচ তৈরিতে নজর দিয়েছে।
from ICT Shongbad http://ift.tt/2oawK9P
Comments
Post a Comment