মোবাইল গেইম ডেভেলপার খুঁজবে গ্রামীণফোন

মোবাইল গেইম ডেভেলপার খুঁজবে গ্রামীণফোন

দেশে বিশ্বমানের মোবাইল গেইম তৈরির লক্ষ্যে ‘গেইম জ্যাম’ প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে গ্রামীণফোন ও হোয়াইট-বোর্ড। এতে সহযোগী হয়েছে সরকারের আইসিটি ডিভিশন।

মোবাইল গেইম তৈরির ক্ষেত্রে ক্রাউড সোর্স থেকে শুরু করে ডেভেলপ এবং উন্মোচন করতে এ প্ল্যাটফর্মে প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি।

ইতোমধ্যে এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। মোট ২৫টি দল ‘জ্যাম’-এ ৪৮ ঘন্টাব্যাপী একে অপরের সঙ্গে লড়াই করবে। শীর্ষ তিন দলকে গেইমের বিশ্ব বাজারে পৌঁছাতে সহযোগিতা করবে গ্রামীণফোন।

আগামী ২২ এপ্রিল প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ দল নিয়ে একটি প্রস্তুতিমূলক বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে। পরে ২৮ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘জ্যাম’ বা প্রতিযোগিতার মূল অংশ।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তারা চায় দেশের তরুণ প্রজন্ম গেইমিং খাতের সম্ভাব্য সবধরনের সুযোগ গ্রহণ করুক, বিশ্বব্যাপী যার বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার। নতুন এই উদ্যোগে নতুন ডেভেলপার পাওয়ার আশা করেন তিনি।

গেইম তৈরিতে অংশগ্রহণকারীদের উপযুক্ত কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে আইসিটি ডিভিশন।

আয়োজনের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এমল্যাব, স্যামসাং, অপেরা, ওয়াওবক্স, অ্যাপনোমেট্রি।

১৩ এপ্রিল পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।



from ICT Shongbad http://ift.tt/2oHqYBh

Comments