ভিডিও গেম কোনো আসক্তি নয়!
from ICT Shongbad http://ift.tt/2oxoHrN
অনেক অভিভাবক একটি অভিযোগ প্রায়ই করেন, তাঁদের সন্তানেরা নাকি ভিডিও গেমে আসক্ত। মাঝেমধ্যে তো মাদকের নেশার সঙ্গেও তুলনা করে বসেন। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মানসিক রোগসংক্রান্ত তালিকায় ‘গেমিং ডিসঅর্ডার’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
বাস্তবতা হলো, ভিডিও গেম খেলা আদতে কোনো আসক্তি নয়। এটি খুবই স্বাভাবিক একটি আচরণ। কিছু কিছু ক্ষেত্রে এটি হয়তো সময় নষ্ট হওয়ার বড় কারণ, কিন্তু অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বা মদের মতো মারাত্মক কখনোই নয়।
সম্প্রতি আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রিতে প্রকাশিত ইন্টারনেটভিত্তিক গেমের ওপর চালিত একটি বড় জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। মানসিক ব্যাধি নির্ণয়ের জন্য আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নিজস্ব বৈশিষ্ট্যের মান ব্যবহার করেই এই জরিপে গবেষকেরা দেখতে পান যে ভিডিও গেম খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১ শতাংশের আশঙ্কা থাকে আসক্ত হয়ে যাওয়ার। সুতরাং, এতটুকু বলা যায় যে অনেক কিছুর চেয়ে ভিডিও গেম নিরাপদ।
from ICT Shongbad http://ift.tt/2oxoHrN
Comments
Post a Comment