সাংবাদিকদের ফেসবুক ব্যবহারে সহযোগিতা করবে ফেসবুক
from ICT Shongbad http://ift.tt/2osflNg
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সাংবাদিকদের ফেসবুক কীভাবে ব্যবহার করতে হয় তা শেখাবে। আর এজন্য ফেসবুক সাংবাদিকতার অলাভজনক স্কুল পয়েন্টার ইন্সটিটিউটের সাথে একটি অংশীদারিত্ব করেছে।
এখানে তিন-কোর্স কারিকুলামে বিনামূল্যে ট্রেনিং দেয়া হবে। অফিসিয়ালি ফেসবুক জানিয়েছে তারা সাংবাদিক সার্টিফিক্যাট উন্মুক্ত করেছে। তিন-কোর্স কারিকুলামে এক একটি কোর্স ১০ মিনিট সময়ের এবং ৪৫ মিনিটের একটি পরীক্ষার মাধ্যমে এই কোর্স শেষ হবে। আর এই কোর্সের মাধ্যমে প্রতিবেদক সংবাদ শেয়ার দেয়ার বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে ফলে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়া প্রতিহত করা যাবে বলে আশাবাদি ফেসবুক।
তবে এই সার্টিফিকেট কোর্স সত্যিকার অর্থেই সংবাদিকদের এই প্ল্যাটফর্মে তাদের দক্ষতা উন্নত করতে সহায়তা করবে কিনা তা নিশ্চিত নয়। তবে যেহেতু এই কোর্সটি বিনামূল্যে করা হয়েছে তাই চেষ্টা করে দেখা যেতে পারে।
from ICT Shongbad http://ift.tt/2osflNg
Comments
Post a Comment