‘ভারত বা স্পেনের মতো গরীব দেশের জন্য স্ন্যাপচ্যাট নয়’

‘ভারত বা স্পেনের মতো গরীব দেশের জন্য স্ন্যাপচ্যাট নয়’

যেখানে মার্কিন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভারতে তাদের ব্যবসা পরিধি বাড়ানো নয়ে চিন্তা করছেন তখন ইমেজ শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাট ভাবছেন অন্য কথা। এ বিষয়ে সাবেক স্ন্যাপচ্যাট কর্মী অ্যান্থনি পম্পলিয়ানো স্ন্যাপচ্যাট প্রধান ইভান স্পিগ্যালের কথা তুলে ধরেন। স্পিগ্যাল মনে করেন, স্ন্যাপচ্যাট অ্যাপটি ধনীদের জন্য, ভারত কিংবা স্পেনের মতো গরীব দেশে এর পরিসর বাড়ানোর বিষয়ে ভাবছেন না তিনি।

২০১৫ এর ব্যবহারকারী বৃদ্ধি শীর্ষক এক বৈঠকে এই কথা বলেছেন বলে দাবি করেন সাবেক ওই কর্মী। এছাড়াও পম্পলিয়ানো ব্যবহারকারীদের ডেটা সম্পর্কে ভুল সংখ্যা প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন, ২০১৫ সালের গ্রীষ্মে যখন স্ন্যাপচ্যাটের ৯৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল তখন প্রতিষ্ঠানটি তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দেখিয়েছে ১০০ মিলিয়ন।

ব্যবহারকারী বৃদ্ধির জন্যই পম্পলিয়ানোকে স্ন্যাপচ্যাটে নিয়োগ দেয়া হয়েছিল। পরে তাকে ‘খারাপ পারফরম্যান্স’ এর অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়।

প্রসঙ্গত চলতি বছরের শুরুতে স্ন্যাপচ্যাটের পেরেন্ট প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকর্পোরেশন আইপিও’তে নাম লেখায়।



from ICT Shongbad http://ift.tt/2pq20q7

Comments