মাইক্রোসফট ওয়ার্ডে মারাত্মক নিরাপত্তা ত্রুটি

মাইক্রোসফট ওয়ার্ডে মারাত্মক নিরাপত্তা ত্রুটি

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, এমএস ওয়ার্ডে একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি রয়ে গেছে আর এই ত্রুটির কারণে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বাগটি শনাক্ত করেছে এবং এর জন্য একটি প্যাচ তারা পরবর্তী আপডেটেই পাঠাবে।

গত ১০ এপ্রিল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপ্রিন্ট জানিয়েছে, সম্প্রতি তারা একটি ইমেইল ক্যাম্পেইন শনাক্ত করতে পেরেছে যার মাধ্যমে ‘ড্রাইডেক্স’ ম্যালওয়ার ছড়ানো হচ্ছে। এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর কম্পিউটারে আক্রমণ করে ব্যাংক অ্যাকাউন্টে লগইনের ওপর নজর রাখতে পারে। ২০১৫ সালে এই ধরনের ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকররা ব্রিটেনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ চুরি করে নিয়েছে।

উইন্ডোজের মাইক্রোসফট ওয়ার্ডের কয়েক সংস্করণে এই ত্রুটিটি ধরা পড়েছে। তবে ম্যাক সংস্করণেও এই ত্রুটি আছে কি না সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি মাইক্রোসফট।



from ICT Shongbad http://ift.tt/2pcnNi7

Comments