ক্রোম ব্রাউজারে থাকবে বিল্ট-ইন অ্যাড ব্লকার
from ICT Shongbad http://ift.tt/2o6rqsY
সার্চ জায়ান্ট গুগল তাদের সকল ওয়েব ব্রাউজারে বিল্ট-ইন অ্যাড ব্লকার যুক্ত করার পরিকল্পনা করছে। ফিচারটি সকল ব্যবহারকারীরা মোবাইল এবং ডেস্কটপ এ ডিফল্ট সুবিধা হিসেবে পাবে বলে ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গুগলের বেশিরভাগ রাজস্ব আসে এই বিজ্ঞাপন থেকে। তবুও তৃতীয় পক্ষের অ্যাডব্লকার পছন্দ করছেন না প্রতিষ্ঠানটি। তবে এক্ষেত্রে গুগল সব বিজ্ঞাপনকে ফিল্টার করবে না। প্রতিবেদনে বলা হয়, ২৬ শতাংশ ডেস্কটপ ব্যবহারকারীরা বিজ্ঞাপন বন্ধে অ্যাডব্লকার ব্যবহার করে থাকে।
অনলাইন বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যাট কাউন্টার এর দাবি, ক্রোম বিশ্বব্যাপী ব্রাউজার শেয়ারের শতকরা ৫২ শতাংশেরও বেশি দখল করে আছে। যেখানে গুগলের সবচেয়ে কাছের প্রতিদ্বন্ধী সাফারি ব্রাউজারের রয়েছে ১৪ শতাংশ এবং বাকিদের এর চেয়ে অনেক কম।
তবে যদি গুগল বাস্তবে এই পদক্ষেপ নেয় তাহলে নিঃসন্দেহে তা ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দিবে বলা যায়।
from ICT Shongbad http://ift.tt/2o6rqsY
Comments
Post a Comment