ফেইসবুক বন্ধের বিপক্ষে বিটিআরসি

ফেইসবুক বন্ধের বিপক্ষে বিটিআরসি

ফেইসবুক বন্ধের পক্ষে নয় বিটিআরসি। ফেইসবুক বন্ধের বিষয়ে মতামত চেয়ে টেলিযোগাযোগ বিভাগের চিঠির উত্তরে যে সব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি তার মূল কথা ফেইসবুক বন্ধ করা উচিত হবে না এবং ছাত্রছাত্রীদের বিষয়ে বিকল্প বিষয় ভাবা যেতে পারে।

চিঠির উত্তর তথ্যপ্রযুক্তি বিভাগকেও দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। সোমবার এই উত্তর পাঠায় তারা।

বিটিআরসি বলছে, বিশ্বব্যাপী ব্যাপক প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এটি শুধু ছাত্র-ছাত্রী নয়, বিভিন্ন বয়সের, শ্রেণি-পেশার মানুষ ব্যবহার করে থাকে। বাংলাদেশে ফেইসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে নয় সাধারণ মানুষ, নারীরা ব্যবসা করছেন।

তবে লাগাতার ফেইসবুক ব্যবহারের নেতিবাচক বিষয়টির উল্লেখ করে চিঠিতে বলা হয়, রাত জেগে ছাত্র-ছাত্রীদের ফেইসবুক ব্যবহার কাম্য নয়।

এতে বলা হয়, কারিগরী দিক হতে শুধু ছাত্র-ছাত্রীদের জন্য ফেইসবুক বন্ধ করা সম্ভব নয়। আর ফেইসবুক বন্ধ করা হলেও ভিপিএন ও প্রক্সি সার্ভারের মাধ্যমে ফেইসবুক ব্যবহার করা যায়।

এছাড়া ফেইসবুক ছাড়াও বিকল্প হিসেবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপ ও মাধ্যম রয়েছে যোগাযোগর জন্য। অন্যদিকে ইউরোপ-আমেরিকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ সময়ের হিসেবে রাতই সুবিধাজনক। ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীদের ফেইসবুক ব্যবহার নিয়ে কিছু প্রস্তাবও দিয়েছে বিটিআরসি।

এর মধ্যে বাসায় ইন্টারনেট প্রাইভেসি ফিচার, নিরাপত্তা কন্ট্রোল ইত্যাদি দিয়ে অভিভাবকরা দায়িত্ব নেবেন। অভিভাবকের দিয়ে বয়সভিত্তিক আলাদা অ্যাকাউন্ট খোলা। ফেইসবুক ও ইন্টারনেটের  খারাপ-ভাল বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সচেতনতা তৈরি এবং এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া।

এর আগে রাত বারোটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত ফেইসবুক বন্ধ রাখার বিষয়ে টেলিযোগযোগ বিভাগকে অনুরোধ করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রস্তাব পাঠায়। টেলিযোগযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির মতামত চায়।

খবরটি সোমবার দুপুরে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ‘ফেইসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’ শিরোণামে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ‘মধ্যরাতে ছয় ঘন্টা বন্ধ থাকবে ফেইসবুক’ বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

‘ডাক ও টেলিযোযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চায় এ সংবাদটি সঠিক নয়। সরকার ফেইসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।



from ICT Shongbad http://ift.tt/2nz5IIW

Comments