দেশে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে ৭ এপ্রিল শুক্রবার ই-কমার্স দিবস পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
দিবসটি ২০১৫ সাল থেকে পালন করা শুরু করে ই-ক্যাব। দেশের সাধারণ জনগোষ্ঠীকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে এবং অনলাইনে কেনাকাটাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এবার দিবসটি পালন করবে ই-ক্যাব।
অনলাইনে কেনাকাটাকে উৎসাহী করতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নানা অফার ও ছাড়ের মাধ্যমে অনলাইনে ই-কমার্স দিবস উদযাপন করবে বলে জানানো হয়।
ই-ক্যাব ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সদস্য প্রতিষ্ঠানকে বিভিন্ন অফার ও ছাড় দেওয়ার আহবান জানিয়েছে। ই-কমার্সকে সবার মাঝে ছড়িয়ে দেয়াই এবারের ই-কমার্স দিবসের মূলমন্ত্র। ই-কমার্স দিবস উপলক্ষে ই-ক্যাব সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ তমাল বলেন, বাংলাদেশের ই-কমার্স ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শুরুর দিকের তুলনায় এখন অনেক বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করছে। তাদের দাবি সরকার যেন জাতীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেন।
ই-ক্যাব সদস্যরা ই-কমার্স দিবস উপলক্ষে যেসব অফার দিয়েছেন সেগুলো সব একসাথে পাওয়া যাচ্ছে ই-ক্যাবের ফেসবুক গ্রুপে।
from ICT Shongbad http://ift.tt/2ngcI23
Comments
Post a Comment