নেটগিয়ারের নতুন ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’

নেটগিয়ারের নতুন ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’

বাজারে পাওয়া যাচ্ছে নেটগিয়ারের নতুন ও শক্তিশালী ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’ (আরবিকে৫০)। এটিকে ‘মেশ নেটওয়ার্কিং কিট’ বলা হয়ে থাকে যা যেকোন রাউটারের মত মূলত: একটি বৃহৎ পরিসরে ওয়াইফাই ইন্টারনেট ছড়িয়ে দেয়।

নেটগিয়ারের নতুন এই মেশ নেটওয়ার্কিং কিট অরবি ৫ হাজার বর্গফুট এলাকাকে দ্রুতগতির ট্রাই-ব্যান্ড এসি৩০০০ ইন্টারনেটের আওতায় নিয়ে আসে।

এর প্রতিযোগী কিটগুলিতে সাধারণত ৩টি ডিভাইস থাকলেও অরবি’র ২টি ডিভাইসই পুরো ৫ হাজার বর্গফুটের একটি বাড়ি বা অফিসে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দিতে যথেষ্ঠ।

এই কিটের ডিভাইস দু’টোর একটি অরবি রাউটার আর অন্যটি এর স্যাটেলাইট। ডিভাইস দু’টি একটি বাড়ির ভিন্ন ভিন্ন স্থানে রাখতে হয়। পণ্যটি বাজারজাত করছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।



from ICT Shongbad http://ift.tt/2os9aJ6

Comments